ডেঙ্গুতে মৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার:
কলকাতায় ফের ডেঙ্গিতে মৃত্যু। জ্বরের বলি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। মৃত পড়ুয়ার নাম ওহিদুর রহমান। এম টেকের প্রথম বর্ষের পড়ুয়া। সাগরদিঘির বাসিন্দা হলেও বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকতেন। গত মাসের শেষ থেকেই জ্বরে ভুগছিলেন ওহিদুর। প্রথমে যাদবপুরের কেপিসি হাসপাতালে ভরতি ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেসরকারি এক হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। সেখানেই এদিন মৃত্যু হয়। গত ৩১ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত বছর রাজ্যে ভয়াবহ আকার নিয়েছিল ডেঙ্গি। সরকারি তথ্য অনুযায়ী, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ৬৭ হাজারেরও বেশি মানুষ। এমনকী, মৃত্যু হয়েছিল ৩০ জনের। বস্তুত, এ বছরও বর্ষা শুরুতে ডেঙ্গির বাড়বাড়ন্তে উদ্বেগ বেড়েছে প্রশাসনের। পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টা ফিভার ক্লিনিক চালু, হাসপাতালে পর্যাপ্ত বেড-প্লেটলেটের ব্যবস্থা ও রোগীদের ঠিকানা নথিভুক্ত করা-সহ একগুচ্ছ নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাহুর দাবি, হস্টেল চত্বরে মশার চাষ। বারবার অভিযোগ করেও কোনও লাভ হয়নি। ঘুরিয়ে প্রশাসনের দিকে আঙুল তুলেছেন তিনি। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর কথায়, আমরা আর কী করব! দায়িত্বশীল উপাচার্য, দায়িত্বশীল সুপারকে নোটিস পাঠাব? একাধিকবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছি। সচেতন করেছি। ক্যাম্পাস পরিষ্কার করিয়েছি। আর কী করব!”