২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

ডাবগ্রাম-ফুলবাড়িতে আরও সক্রিয় পুলিশ

High News Digital Desk:

 

জমি জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও ১ তৃণমূল নেতা। শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি এলাকায় জমি জবরদখলের অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল ডাবগ্রাম-ফুলবাড়ির ব্লক তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিককে। এবার সেই সূত্রেই গ্রেফতার করা হল ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক তৃণমূল সহ-সভাপতি গৌতম গোস্বামীকে।

জবরদখলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কড়া অবস্থানের জেরে যথেষ্ট বেকায়দায় তৃণমূলেরই একাংশ। কাওয়াখালির ঘটনায় পুলিশ নড়েচড়ে বসার পর থেকেই ঘুম ছুটেছে অভিযুক্ত নেতাকর্মীদের। ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতারের পরই পরিষ্কার হয়ে যায়, জবরদখলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কেবল কথার কথা নয়। তবে সেই সময় কাওয়াখালির জবরদখলে অপর অভিযুক্ত ওই ব্লকেরই তৃণমূল সহ-সভাপতি গৌতম গোস্বামীকে গ্রেফতার করা যায়নি। চিকিৎসার কারণে তিনি শিলিগুড়ি তথা রাজ্যের বাইরে ছিলেন।

অবশেষে শুক্রবার দিল্লি থেকে গৌতম গোস্বামীকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। খবর পুলিশ সূত্রে। মাটিগাড়া থানায় নিয়ে আসার পর, শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় গৌতম গোস্বামীকে।

অভিযুক্ত ও ধৃত গৌতম গোস্বামী অবশ্য জানিয়েছেন, চিকিৎসার কারণে রাজ্যের বাইরে ছিলেন তিনি। চিকিৎসা শেষ হওয়ায় নিজেই আত্মসমর্পণ করেছেন। তাঁর দাবি, কাওয়াখালির ঘটনায় অভিযোগকারীকে তিনি চেনেনই না। পাশাপাশি, জবরদখলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কঠোর বার্তাকে স্বাগতও জানিয়েছেন তিনি। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দলের প্রতি আস্থা ও ন্যায্য বিচারের আশা প্রকাশ করেছেন ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক তৃণমূল সহ-সভাপতি গৌতম গোস্বামী।

Scroll to Top