৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

জামিনের আবেদন খারিজ তিস্তার

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  সমাজকর্মী তিস্তা শেতলবাদের জামিনের আবেদন শনিবার খারিজ করে দিল গুজরাট হাইকোর্ট| অবিলম্বে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত| ২০০২ সালে গুজরাট হিংসায় তথ্যপ্রমাণ বিকৃত করার অভিযোগ উঠেছে তিস্তা শেতলবাদের বিরুদ্ধে| সেই মামলায় তিস্তার জামিনের আর্জি খারিজ করে দিল গুজরাটের উচ্চ আদালত| গোধরা পরবর্তী গুজরাট হিংসা নিয়ে ষড়যন্ত্রমূলক প্রচার চালানোর অভিযোগে ২০২২ সালের ২৫শে জুন তিস্তাকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ| যে ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল দেশজুড়ে| গ্রেফতার হওয়ার প্রায় আড়াই মাস পরে জামিন পেয়েছিলেন তিনি| গুজরাটের জঙ্গি দমন শাখার হাতে ধৃত তিস্তার আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল| কিন্তু তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলা এখনও বিচারাধীন রয়েছে| তিস্তার জামিনের আর্জির বিরুদ্ধে এর আগে গুজরাট হাইকোর্টে সওয়াল করেছিল সেই রাজ্যের সরকার| হাইকোর্টে গুজরাট সরকারের কৌঁসুলি জানিয়েছিলেন, তিস্তাকে জামিন দেওয়া হলে তিনি প্রমাণ লোপাট করতে পারেন| গুজরাট হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দীর্ঘদিন রয়েছেন তিস্তা| ধারাবাহিকভাবে ওই পরিবারগুলিকে আইনি সহায়তাও দিয়েছেন তিনি|

গুজরাট পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা এটিএস গতবছর জুন মাসে আটক করেছিল সমাজকর্মী তিস্তা সেতলবাদকে| গত ২২শে সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্টের আদেশে জামিনে মুক্ত ছিলেন তিনি| শনিবার গুজরাট হাইকোর্ট তাঁকে অবিলম্বে থানায় আত্মসমর্পণ করার নির্দেশ দিল| মুম্বাইয়ের বাড়ি থেকে গত বছর ২৫শে জুন তাঁকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশের গোয়েন্দা শাখা| তাঁর বিরুদ্ধে ২০০২ সালে গুজরাট দাঙ্গা নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনেছে পুলিশ| তাঁর সঙ্গেই আইপিএস অফিসার সঞ্জীব ভাট এবং গুজরাটের প্রাক্তন ডিজিপি আর.বি. শ্রীকুমারের বিরুদ্ধে আগেই জাল নথি তৈরি করে ষড়যন্ত্রের অভিযোগে মামলা দা়য়ের করেছিল আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ| আর.বি. শ্রীকুমারকেও গত বছর গ্রেফতার করে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড| পরে এফআইআর করা হয় তিস্তার বিরুদ্ধে| গত বছর ২৪শে জুন গুজরাট দাঙ্গা সংক্রান্ত রায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দেয় সুপ্রিম কোর্ট| রায়ে তিস্তাদের বিরুদ্ধে গুজরাট পুলিশের অভিযোগকেও মান্যতা দেয় হাইকোর্ট| সেই রায়কে হাতিয়ার করে পরদিনই গুজরাট পুলিশ তিস্তাকে গ্রেফতার করে| সেপ্টেম্বরে তিস্তার জামিন মঞ্জুর করার সময় সুপ্রিম কোর্ট জানায়, তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নিতে পারবে পুলিশ এবং এরপর জামিনের জন্য গুজরাট হাইকোর্টে আবেদন করতে হবে| শনিবার গুজরাট হাইকোর্ট জামিনের আর্জি খারিজ করে দেয়| যদিও তিস্তা এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন কিনা তা এখনও স্পষ্ট হয়নি|

Scroll to Top