রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা স্কুলের মারুতি ভ্যানে নিয়ন্ত্রণহীন লরির ধাক্কা। লরি সহ পলাতক চালক। গুরুতর আহত স্কুলগাড়ির চালক ও ২ পড়ুয়া। নদিয়ার শান্তিপুরের সুকান্তপল্লি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা।
অন্যান্য দিনের মতো, মঙ্গলবারও, শান্তিপুর অ্যাকাডেমিতে নিয়ে যাওয়ার জন্য পড়ুয়াদের বাড়িতে বাড়িতে ঠিক সময়ে হাজির হচ্ছিল মারুতি ভ্যানটি। গোবিন্দপুর এলাকার ২ পড়ুয়া ততক্ষণে ভ্যানে উঠে পড়েছে। অন্য এক পড়ুয়ার অপেক্ষায় জাতীয় সড়কের পাশে মারুতি ভ্যান দাঁড় করিয়ে অপেক্ষা করছিলেন চালক জামিন শেখ। আর তখনই দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ধেয়ে আসা লরির সজোরে ধাক্কা মারুতি ভ্যানে। দুর্ঘটনায় ভ্যানটি দুমড়েমুচড়ে গিয়েছে। গুরুতর জখম জামিন শেখ। মারুতি ভ্যানের ভিতরে থাকা ২ পড়ুয়াও আহত হয়েছে। জামিন শেখ ও ২ পড়ুয়াকে তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর আহত ২ পড়ুয়াকে ছেড়ে দেওয়া হলেও জামিন শেখ ভর্তি রয়েছেন হাসপাতালে। মারুতি ভ্যানে ধাক্কা দেওয়ার পর দুর্ঘটনাস্থল থেকে লরি নিয়ে পালিয়েছে চালক।
খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনাস্থলে গিয়ে স্থানীয় একটি দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে শান্তিপুর থানার পুলিশ। অভিযুক্ত চালক সহ লরির সন্ধান করছে তারা।