জলপাইগুড়িতে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলই বলছে, মানুষের সমর্থন রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে: ধূপগুড়িতে বললেন জেলা সভাপতি মহুয়া গোপ :
ধূপগুড়িতে উপনির্বাচন হতে আর মাত্র সপ্তাহ দুয়েক বাকি। তার আগে এলাকার রাজনৈতিক পারদ চরমে উঠেছে। একদিকে যখন তৃণমূল নেতারা দলের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই বিজেপি নেতারা দলের কোন্দল সামলাতে হিমশিম খাচ্ছেন।
আজ আয়োজিত সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায় এবং জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, এই জেলা শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন দেখেছে। নির্বাচনে সমর্থনের জন্য তাঁরা মানুষকে কৃতজ্ঞতাও জানান।
প্রকাশ্য রাস্তায় এক বিজেপি নেতার অন্য বিজেপি নেতাকে লাথি মারার ঘটনা উল্লেখ করে মহুয়া বলেন, রাজনৈতিক নেতাদের এমন আচরণ কখনই মানা যায় না। এর ফলে সমগ্র জলপাইগুড়ি জেলার ভাবমূর্তি নষ্ট হয়েছে।
মহুয়া বলেন, “তৃণমূল কংগ্রেসের জনকল্যাণমূলক কর্মসূচিগুলি সম্পর্কে মানুষ যে ক্রমশ ওয়াকিবহাল হচ্ছেন, পঞ্চায়েত নির্বাচনের ফলাফলই তার প্রমাণ।” পঞ্চায়েত নির্বাচনের সময় মানুষের মধ্যে যে উৎসাহ দেখা গিয়েছে, তারও প্রশংসা করেন মহুয়া। তিনি বলেন, “জলপাইগুড়ির মানুষ, এমনকী মহিলারাও নিজেদের ভোট দেওয়ার জন্য সারারাত লম্বা লাইনে অপেক্ষা করেছেন। বিশেষ করে ধূপগুড়িতে আমরা দেখেছি, কীভাবে শান্তিপূর্ণ ভোট হয়।”
ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার ও পরিকল্পনা বিস্তারিতভাবে জানাতে গিয়ে মহুয়া আরও বলেন, “শীঘ্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ি আসবেন। তার আগে মলয় ঘটক, অরূপ রায় এবং অন্য বরিষ্ঠ তৃণমূল নেতারা প্রফেসর রায়ের জন্য প্রচার করবেন।”