২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

‘চিকিৎসকদের নিরাপত্তা চূড়ান্ত,’ কাজে যোগ দিতে আহ্বান স্বাস্থ্যসচিবের

কলকাতা : বৃহস্পতিবার আরজি করের মামলার শুনানিতে রাজ্যকে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলেছিল সুপ্রিম কোর্ট। ২৪ ঘণ্টার মধ্যেই স্বাস্থ্যসচিব জানিয়ে দিলেন চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে কী কী পদক্ষেপ করছে রাজ্য। শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, “রেসিডেন্ট চিকিৎসকরা যাতে নিরাপদে কাজ করতে পারেন, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে। ‘রাত্তিরের সাথী’ অনুযায়ী কাজও শুরু করে দিয়েছে স্বাস্থ্য দফতর।”

রাজ্যের নির্দেশ মতো কী পদক্ষেপ করেছে স্বাস্থ্যভবন? স্বাস্থ্যসচিব জানালেন, ‘বাড়ানো হচ্ছে সিসিটিভির সংখ্যা। রেসিডেন্ট চিকিৎসকদের ঘরের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আলাদা শৌচালয়ের ব্যবস্থা করা হচ্ছে। ক্যাম্পাসগুলির সমস্ত এলাকা আলোকিত করার ব্যবস্থাও করা হচ্ছে। ক্যাম্পাসে ও হোস্টেলে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে।’ এদিন ফের চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন করলেন নারায়ণস্বরূপ নিগম।

আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যসচিব বলেন, ‘গত ২১ আগস্ট আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তাঁরা যে দাবি জানিয়েছিলেন, তার সবটাই মেনে নেওয়া হয়েছে। আরজি করের প্রিন্সিপাল এবং সুপারকে পরিবর্তন করা হয়েছে। হাসপাতালের চেস্ট বিভাগের বিভাগীয় প্রধান এবং অ্যাসিস্ট্যান্ট সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। আর্থিক দুর্নীতির তদন্তে কমিটি গঠন হয়েছে। এবার আন্দোলনকারীরা কাজে যোগ দিন।’ স্বাস্থ্যসচিবের বার্তায় স্বাভাবিক হবে কি পরিস্থিতি? আন্দোলনকারীরা অবশ্য সুবিচারের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাই বলছেন।

Scroll to Top