কলকাতা : আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য। শুধু রাজ্য নয়, সারা দেশে পৌঁছে গেছে এই ঘটনার আঁচ। ৯ তারিখ দুপুরের পর থেকে উত্তাল হয় তিলোত্তমা। ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন।
এই ঘটনা নিয়ে নেটিজেনরা উগরে দিয়েছেন তাঁদের ক্ষোভ। তেমনই একটি পোস্টের আহ্বানে দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার, রাস্তায় নামছেন মহিলারা। হ্যাঁ, শুধুমাত্র মহিলারা।
ঋতু সেন চৌধুরী পেশায় একজন অধ্যাপিকা। আরজি কর হাসপাতালের ঘটনায় পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। তিনি লিখেছিলেন, রাস্তার দখল নিক মেয়েরা। যার যেখানে সুবিধা, যে জায়গায় পারেন, তাঁরা যেন রাস্তায় নামেন। সেই আবেদনে কাজ হয় ম্যাজিকের মতো। রাজ্য জুড়ে মহিলারা দেন তাঁদের সমর্থন। দিন হিসেবে স্থির করা হয় ১৪ আগস্ট – স্বাধীনতা দিবসের আগের দিন। সময় হিসেবে বাছা হয়েছে রাত ১১টা থেকে ১টা।
ফেসবুক পোস্টে প্রথমে লেখা হয়েছিল, কলকাতার ৩ জায়গা – কলেজ স্ট্রিট, অ্যাকেডেমি চত্বর আর যাদবপুরে হবে মহিলাদের জমায়েত। কিন্তু ফেসবুক পোস্ট দেখে কলকাতারই অন্যান্য এলাকাতেও জমায়েতের ডাক দেন মহিলারা। শুধু তাই নয়, পরে কলকাতা ছাড়িয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে ‘রাতের রাস্তা দখলে’ মহিলাদের জমায়েত কর্মসূচি।
অতীতে বহু আন্দোলনের সাক্ষী থেকেছে তিলোত্তমা তথা বাংলা। তবে এবার যে’ভাবে সামাজিক মাধ্যমে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, তা এক কথায় অভূতপূর্ব। বোঝাই যাচ্ছে, ১৪ তারিখ এক নতুন অধ্যায়ের সাক্ষী হতে চলেছে পশ্চিমবঙ্গ।







