৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

চাঁদে নেমেই তথ্য সংগ্রহ করেছে রোভার, অবদান ছাত্র-ছাত্রীদের

High News Digital Desk:

চাঁদে নেমেই তথ্য সংগ্রহ করেছে রোভার, অবদান ছাত্র-ছাত্রীদের :-

বীরবিক্রমে চাঁদের মাটিতে পা রেখেছে বিক্রম| ৱুধবার চন্দ্রযান ৩ পৌছলোা চাঁদের মাটিতে| ল্যান্ডার বিক্রমের চাঁদ সফ্ট ল্যান্ডিং র ঐতিহাসিক মূহূর্তের সাক্ষী থেকেছে গোটা দেশ| ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীদের এই অভিযানে অংশ নিয়েছে বাংলার একাধিক কৃতি সন্তান| এই সফল উত্তোরণের নেপথ্যে যে বিজ্ঞানীরা কাজ করেছেন তাদের মধ্যে জলপাইগুড়ি গভর্মেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ৬ কৃতি ছাত্র| এরা হলেন কৌশিক নাগ, নিরঞ্জন কুমার, সঞ্জয় দলুই, অমরনাথ নন্দী, সৌমিক সরখেল, মুকুন্দ কুমার ঠাকুর| ছাত্রদের কৃতিত্বে গর্বিত কলেজ| অধ্যক্ষ থেকে অধ্যাপকেরা বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে সাফল্য সেলিব্রেট করেন| এই দিন কয়েক হাজার লাড্ড বিতরণ করা হয় জলপাইগুড়ি গর্ভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে| অপরদিকে ইঞ্জিনিয়ারিং কলেজের ৬ কৃতি সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই শহরে এক আলাদা উন্মাদনার ছবি দেখা যায়| কর্তপক্ষকে সংবর্ধনা জানাতে কলেজে ফুল, মিষ্টি নিয়ে যান লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ি জেনেসিস সদ্যসরা| পাশাপাশি সেলিব্রেশন শেষ করে কলেজ বিভাগীয় প্রধানদের নিয়ে জলপাইগুড়ি কৃতি ছাত্র কৌশিক নাগের বাডিতে যান জলপাইগুড়ি গভর্মেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল অমিতাভ রায়| কৃতি ছাত্রের মা সোনালী নাগকে অভিন্দন জানান তারা| ছাত্রের মা জানান, কলেজের প্রিন্সিপল এসেছিলেন, খুব ভালো লাগছে আমার| সব ছাত্র যেনো এভাবেই কলেজের মুখ আরো উজ্জ্বল করে| তাঁদের সাফল্যে আজ গোটা দেশ গর্বিত| ছেলের সাফল্যে গর্বিত মা সোনালি নাগ সহ তার পরিবারের আত্মীয়-স্বজনেরা|

 

Scroll to Top