রাজধানী দিল্লির বায়ুদূষণ ফের ভয়ঙ্কর মাত্রায় পৌঁছেছে। কেন্দ্রীয় সরকার মঙ্গলবার দিল্লি-এনসিআর জুড়ে কার্যকর করল গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের তৃতীয় ধাপ। জানা গিয়েছে, এদিন সকালে শহরের একিউআই ছুঁয়েছে ৪২৫। যা ‘অতি বিপজ্জনক’ পর্যায়ের মধ্যে পড়ে।
সোমবারও দিল্লির গড় একিউআই ছিল ৩৬২, অর্থাৎ মাত্র একদিনের ব্যবধানে দূষণের মাত্রা আরও তীব্র হয়েছে। জানানো হয়েছে, শান্ত বাতাস, স্থিতিশীল বায়ুমণ্ডল ও দূষণ জমে থাকার ফলে রাজধানীর আকাশে বাতাসের মান আরও খারাপ হচ্ছে।
ফলে দূষণ নিয়ন্ত্রণে রাখতে প্রয়োগ করা হয়েছে তৃতীয় ধাপের বিধিনিষেধ। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, দিল্লি ও এনসিআর অঞ্চলে অপ্রয়োজনীয় নির্মাণ ও ভাঙাচোরার কাজ পুরোপুরি বন্ধ থাকবে। পাথর ভাঙা এবং খনন কার্যও নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বি এস-৩ পেট্রোল এবং বি এস-৪ ডিজেল গাড়ির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে সেগুলি এখন রাস্তায় নামানো যাবে না।










