নিজস্ব সংবাদদাতা : ১৪ জুলাই শুক্রবার দুপুর ২ টো ৩৫ মিনিটে ‘চন্দ্রযান-৩’ এর সফল উৎক্ষেপণ হয়েছে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। ইসরোর বিজ্ঞানীদের ইতিহাস গড়ার প্রাথমিক ধাপ উত্তরণের পরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। সেই শুভেচ্ছা বার্তার তালিকায় রয়েছে কলকাতা পুলিশের নামও। ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন-র এটি তৃতীয় বড় প্রজেক্ট৷ ইসরোর বিজ্ঞানী এবং গোটা ভারতবর্ষ এখন দিন গুণতে শুরু করেছেন কবে চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান বিক্রম। তার আগে বাংলার জন্য এক গর্বের খবর, চন্দ্রযান থ্রি-র ক্যামেরা ডিজাইন করেছেন বাংলার অনুজ নন্দী। চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণ নিয়ে প্রধানমন্ত্রী টুইট করে বলেছেন, ‘চন্দ্রযান-৩ ভারতের মহাকাশ যাত্রায় একটি নতুন অধ্যায় রচনা করেছে। আজ প্রত্যেক ভারতীয়ের স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষার পূরণ হয়েছে। এই সাফল্য আমাদের বিজ্ঞানীদের অক্লান্ত নিষ্ঠা ও পরিশ্রমের ফসল। আমি তাদের প্রতিভাকে স্যালুট জানাই!’
