৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

ঘূর্ণিঝড়ের শঙ্কা! তামিলনাড়ুতে স্কুল-সহ শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা

High News Digital Desk:

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কায় তামিলনাড়ুতে স্কুল-সহ শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ বুধবারই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। আগামী দু’দিনে ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর এবং উত্তর-পশ্চিমে তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে। আর এর প্রভাবে আগামী দু’-তিন দিন তামিলনাড়ুর আট জেলায় দুর্যোগ চলার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রেক্ষিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, তামিলনাড়ুর ৬টি জেলায় স্কুল বন্ধ থাকবে এবং ৯টি জেলায় স্কুল ও কলেজ উভয়ই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চেন্নাই, কাঞ্চিপুরম, চেঙ্গলপেট, আরিয়ালুর, শিবগাঙ্গাই এবং পুদুকোট্টাইতে স্কুল বন্ধ থাকছে। ভিল্লুপুরম, তিরুভাল্লুর, কুড্ডালোর, থাঞ্জাভুর, তিরুভারুর, নাগাপট্টিনম, মায়িলাদুথুরাই, রামানাথপুরম এবং ত্রিচিতে স্কুল ও কলেজ বন্ধ থাকবে।

Scroll to Top