৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

গ্রেস বাতিল, চলবে কাউন্সেলিং, ফের পরীক্ষার সুযোগ

High News Digital Desk:

নিটের ফল নিয়ে রায় দিল সুপ্রিম কোর্ট| ১৫৬৩ জন পরীক্ষার্থীর বাদ যাবে গ্রেস মার্কস| চাইলে, ২৩ জুন ফের পরীক্ষায় বসতে পারবে তারা| ফল প্রকাশ হবে ৩০ জুন| বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে আসতেই দেশের নানা প্রান্তে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর|
চলতি বছরের ৪ঠা জুন প্রকাশিত হয় নিট ইউজির ফল| তাতে দেখা যায়, একযোগে ৬৭ জন শীর্ষস্থানে রয়েছে| এতেই দানা বাঁধে সন্দেহ| ধরা পড়ে অসঙ্গতি| জানা যায়, ১৫৬৩ জন পরীক্ষার্থীকে অন্যায়ভাবে গ্রেস মার্কস দেওয়া হয়েছে| তাদেরই কেউ কেউ গ্রেসের জোরে ফুল মার্কস পেয়ে প্রথম হয়ে বসে আছে| এরপরই বাকি পরীক্ষার্থীরা নানা অভিযোগে সরব হয়| অনৈতিক গ্রেস ছাড়াও কেউ অভিযোগ করে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে| আবার কেউ তোপ দাগে,ব্যাপক কারচপি করে দেওয়া হয়েছে বেশি নম্বর| প্রতিবাদে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পরীক্ষার্থীদের একাংশ| মামলাকারী পরীক্ষার্থীদের মূল দাবি, কাউন্সেলিং স্থগিত রাখতে হবে| এই ঘটনায় প্রশ্নের মুখে পড়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি| প্রাথমিকভাবে এনটিএ বেনিয়মের অভিযোগ অস্বীকার করে| পরে অবশ্য গ্রেসের বিষয়টি তারা কার‌্যত মেনে নেয়| বৃহস্পতিবারের শুনানিতে সব পক্ষের সওয়াল জবাব শুনে সুপ্রিম কোর্ট রায় দিল –

  • বাদ যাবে গ্রেস মার্কস
  • গ্রেস বাদে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর জানাবে নিট
  • ফের পরীক্ষা দিতে পারবে বিতর্কিত পরীক্ষার্থীরা
  • গ্রেস ছাড়াই চলবে কাউন্সেলিং

মামলার পরবর্তী শুনানি ৮ জুলাই| ওইদিনই অন্তিম রায় ঘোষণার সম্ভাবনা| এদিকে নিট সংক্রান্ত এই ডামাডোলকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় স্তরের রাজনীতি| সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন কংগ্রেস নেতা গৌরব গগৈ| সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের ফল নিয়ে এমন পরিস্থিতি নিঃসন্দেহে অনভিপ্রেত| দুর্নীতির শিকড় কত গভীরে, তা নিয়ে রীতিমতো দুঃশ্চিন্তায় দেশের শিক্ষাবিদরা|

Scroll to Top