৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

গাঁজা খাওয়ায় বাধা, প্রহৃত প্রতিবাদী

High News Digital Desk:

গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় মার খেতে হল এক ব্যক্তিকে| হাসনাবাদের ভেবিয়া সাদিগাছি পশ্চিমপাড়ার ঘটনা| মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমপাড়া সংলগ্ন একটি জলকলের পাশে বসে গাঁজা খাচ্ছিল ৫ যুবক| তারই প্রতিবাদ করেন আলাউদ্দিন মণ্ডল নামে এক ব্যক্তি| তাতেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ| ভেড়ির জলে ডবিয়ে মারার চেষ্টা পর‌্যন্ত করা হয়! স্থানীয় এক যুবক তা দেখতে পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করেন| টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আলাউদ্দিনকে|

Scroll to Top