সাদা জার্সির ফরম্যাটে কোহলির বর্ণাঢ্য কেরিয়ারকে সম্মান জানাতে এবার বেঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামকে সাদা রঙে সাজানোর উদ্যোগ নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকরা। এক সপ্তাহের বিরতির পর আগামী ১৭ মে থেকে আবারও মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল। শুরুর প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠ চিন্বাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে কোহলিকে বিশেষভাবে সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে আরসিবি সমর্থকরা।
কোহলির টেস্ট কেরিয়ারকে সম্মান জানাতে কেকেআরের বিপক্ষে ম্যাচের দিন আরসিবি সমর্থকরা যোগাযোগের মাধ্যমে সবাইকে সাদা পোশাক পরে স্টেডিয়ামে আসার অনুরোধ করেছেন। একজন এক্স ব্যবহারকারী এই প্রস্তাব তুললে ধীরে ধীরে সেটি জনপ্রিয় হয়। এখনও সমর্থকরা এই ক্যাম্পেন চালিয়ে যাচ্ছে।









