- কোমরের চোট সারাতে অস্ত্রোপচার করালেন অলরাউন্ডার রশিদ খান,দ্রুত ফিট হয়ে উঠে মাঠে ফেরার আশা করছেন
ওডিআই বিশ্বকাপ শেষ হওয়ার পরেই ব্রিটেনে গিয়ে কোমরের চোট সারানোর জন্য অস্ত্রোপচার করালেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান। সোশ্যাল মিডিয়া পোস্টে অস্ত্রোপচারের কথা জানিয়েছেন এই ক্রিকেটার। তিনি হাসপাতালের শয্যায় শুয়েই একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘সবার শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাই। অস্ত্রোপচার ভালোভাবেই হয়েছে। এখন আমি সুস্থ হয়ে ওঠার পথে। মাঠে ফেরার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ রশিদের এই পোস্ট দেখে অনেকেই তাঁকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। সবাই আশা করছেন, রিহ্যাবের পর দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরে আসবেন এই তারকা অলরাউন্ডার। এবারের ওডিআই বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে খেলার পরেই কোমরের চোট সারাতে অস্ত্রোপচার করালেন অলরাউন্ডার রশিদ খান। তিনি দ্রুত ফিট হয়ে উঠে মাঠে ফেরার আশা করছেন।