৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

কোপা দেল রে: রিয়াল মাদ্রিদের কষ্টার্জিত জয়

High News Digital Desk:

সান সেবাস্তিয়ানে বুধবার রাতে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে লা লিগার শিরোপাধারীরা। একমাত্র গোলটি করেছেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। গোটা ম্যাচে প্রায় ৪৯ শতাংশ স্থান ধরে রেখে গোলের জন্য রিয়াল মাদ্রিদের নেওয়া ১৪ শটের ৫টি ছিল লক্ষ্যে। আর সোসিয়েদাদের ১১ শটের ৬টি লক্ষ্যে ছিল।

১৯তম মিনিটে প্রথম সুযোগ পেয়েই দলকে এগিয়ে নেন এন্দ্রিক। জুড বেলিংহ্যামের উঁচু করে বাড়ানো বল বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই মরসুমে কোপা দেল রেতে টানা তৃতীয় ম্যাচে গোল পেলেন এন্দ্রিক। চার ম্যাচে তার গোল হল মোট ৪টি। আগামী ১ এপ্রিল সান্তিয়াগো বের্নাবেউয়ে হবে ফিরতি লেগ।

Scroll to Top