রোমের অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে কোপা ইতালিয়ার ফাইনালে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতল বোলোগনা। আর এই জয়ে নতুন ইতিহাস রচনা করেছে তারা।
পাঁচ দশক ধরে শিরোপার দেখা পায়নি সাতবারের সিরি আ চ্যাম্পিয়নরা। শেষবার ১৯৭৩-৭৪ মরসুমে ইতালিয়ান কাপের শিরোপার দেখা পেয়েছিল বোলোগনা।
প্রথমার্ধে বেশিরভাগ সময় বল নিজেদের দখলে রেখে আক্রমণে এগিয়ে ছিল বোলোগনা। বিরতির পর ডেডলক ভাঙে বোলোগনা। ৫৩ মিনিটে পাসিং ফুটবলে আক্রমণ করে গোলের দেখা পান এনদোয়ে।
গোল খাওয়ার পরও এসি মিলান বোলোগনাকে তেমন চাপে ফেলতে পারেনি। শেষ পর্যন্ত এই এক গোলের ব্যবধানে জিতেই ৫১ বছর পর কোপা ইতালিয়ার শিরোপা জিতল বোলোগনা।