কোচবিহার জেলার শিল্পোদ্যোগীদের হাতে তুলে দেওয়া হল ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের অনুমতি পত্র :-
পশ্চিমবঙ্গের শিল্পোদ্যোগীদের আরও উৎসাহিত করতে ‘শিল্পের সমাধানে শিল্পদ্যোগীদের দুয়ারে’ প্রকল্প নিয়েছিল রাজ্য সরকার। এই উপলক্ষে জেলার বিভিন্ন ব্লকস্তরে পক্ষকাল ব্যাপী বিভিন্ন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। বুধবার রাজ্যস্তরীয় একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বেশ কিছু শিল্পোদ্যোগীর হাতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সরকারি অনুমোদনের চিঠি তুলে দেওয়া হল। ভার্চুয়াল ওই অনুষ্ঠানে কোচবিহার জেলা শাসকের দপ্তর থেকেও কয়েকজন শিল্পোদ্যোগীর হাতে তুলে দেওয়া হল অনুমোদন পত্র। সব জেলার সাথে পয়লা এপ্রিল থেকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম চালু হয়েছিল রাজ্যে। কোচবিহার জেলার প্রতিটি ব্লক, গ্রামপঞ্চায়েত ও পুরসভার ব্লকস্তরীয় ও মহকুমাস্তুরীয় কমিটির মাধ্যমে স্কিমগুলোকে বিশ্লেষণ করে ৬৩৮৩ টি স্কিমকে বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়েছে। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান জানান, ইতিমধ্যেই ৮২৩টি অ্যাপ্লিকেশনে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড অনুমোদিত হয়েছে। যার ঋনের পরিমান ১৫ কোটি টাকা। এছাড়াও ১৩৬০টি অ্যাপ্লিকেশন প্রভিশনালি স্যাংশন করাতে পেরেছি। ঋন অনুমোদনের দিক থেকে গোটা রাজ্যের মধ্যে কোচবিহার জেলা অন্যান্য জেলার থেকে এগিয়ে আছে বলে জানান তিনি।
এছাড়াও চলতি বছরে এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড নামে একটা স্কিম চালু হয়েছে। ইতিমধ্যেই ৪৯টি অ্যাপ্লিকেশন জমা পড়েছে। যাতে ১১৩ কোটি ৬৮ লক্ষ টাকা পাওয়া যাবে।