৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

কৃষকদের প্রতি অবিচার করা উচিত নয়, তাঁদের দাবি শোনা উচিত : অখিলেশ যাদব

High News Digital Desk:

কৃষকদের প্রতি অবিচার করা উচিত নয়, তাঁদের দাবি শোনা ও আলোচনা করা উচিত। কেন্দ্রের প্রতি এই আহ্বান জানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বৃহস্পতিবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ একাধিক বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, “প্রয়াগরাজে একটি মেয়ের সঙ্গে যা ঘটেছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। মেয়েটির চোখ উপড়ে নেওয়া হয়েছে, তাঁকে ধর্ষণ করা হয়েছে। বিজেপির নিজস্ব পরিসংখ্যান দেখায় যে, তাঁদের সরকারের অধীনে উত্তর প্রদেশে নারী ও মেয়েরা সবচেয়ে বেশি অনিরাপদ। এটাই কি আইনশৃঙ্খলার প্রতি বিজেপির শূন্য সহনশীলতা?”

অখিলেশ আরও বলেছেন, “বিজেপি কৃষকদের ব্যাপারে চিন্তিত নয়, আমাদের তৃণমূল স্তর থেকে ব্যবস্থা উন্নত করতে হবে, কৃষকদের সমৃদ্ধ করতে হবে। কিন্তু বিজেপি অর্থনীতিকে উপর থেকে দেখে এবং বড় বড় লোকদের ধনী করে। কোথাও কোনও সরকারের কৃষকদের প্রতি অবিচার করা উচিত নয়, তাঁদের দাবি নিয়ে আলোচনা করা উচিত।”

Scroll to Top