৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

কলকাতায় শীত উধাও, দক্ষিণবঙ্গে ক্রমেই বাড়ছে তাপমাত্রা

High News Digital Desk:

বুধবারের পর বৃহস্পতিবার ফের বাড়ল তাপমাত্রা, শীতের আমেজও উধাও হয়ে গেল। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এমনকি, সরস্বতী পুজোর সময় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের বেশ খানিকটা উপরে থাকতে পারে, এমনটাই জানাচ্ছেন আবহবিদেরা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬.৩ ডিগ্রি বেশি।

আগামী কয়েকদিন রাজ্য জুড়ে তাপমাত্রা আরও বাড়বে। জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির শুরুতে রাজ্যের কোথাও কোথাও তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেও পৌঁছে যেতে পারে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রাজ্যে প্রবেশে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। বুধবারই নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। এর পর ১ ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। এ ছাড়াও পূর্ব বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। ফলে এর পর থেকে শুধুই ঊর্ধ্বমুখী হবে পারদ। বলাই যেতে পারে, এই বছরের মতো শীত এখানেই শেষ।

Scroll to Top