২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

‘কর্মবিরতি চলবে,’ দাবি সহ জানালেন জুনিয়র ডাক্তাররা

High News Digital Desk:

কলকাতা : কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা। সাংবাদিক বৈঠক করে তাঁরা জানালেন, ‘প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ইমারজেন্সি সহ সমস্ত বিভাগ চালু আছে। সিনিয়র ডাক্তাররা বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করছেন। আমরাও কাজে যোগদান করতে চাইছি। কিন্তু জাস্টিস পাওয়ার প্রশ্নে যারা বাধা সৃষ্টি করছে, তারা সক্রিয় থাকলে কীভাবে আমরা কাজে ফিরব? কীভাবে সুরক্ষিত অনুভব করব? সিআইএসএফ দিয়ে আরজি কর মেডিক্যালকে মুড়ে দিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা কীভাবে সম্ভব, যদি আসল অপরাধীদের আড়াল করার জন্য ভিতরেই কোনও চক্র সক্রিয় থাকে এবং তাতে পুলিশি মদত থাকে?’

আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি, ‘৯ আগস্টের নারকীয় ঘটনায় জড়িত দোষীদের দ্রুত চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ পাশাপাশি তাঁদের আরও দাবি, ‘তথ্যপ্রমাণ লোপাটের ঘটনায় যে বা যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তাদের চিহ্নিত করে তদন্ত ও বিচারের আওতায় আনতে হবে। স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ মদতে যে দুষ্টচক্র এতে সক্রিয় ছিল, তাদের কাউকে আড়াল করা চলবে না। স্বাস্থ্য ভবন অবিলম্বে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করুক।’

কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগও দাবি করেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। সাংবাদিক বৈঠকে তাঁরা জানিয়েছেন, ‘মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী কলকাতা পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। সেই ব্যর্থতার দায় নিয়ে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। প্রয়োজনে তাঁকেও বিচার ও তদন্তের আওতায় আনতে হবে।’

আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সাংবাদিক বৈঠক থেকে এটা পরিষ্কার যে, ‘সুবিচারের পথে যারা বাধা দিয়েছে ও দিচ্ছে, সেই কলকাতা পুলিশ ও সন্দীপ ঘোষের দুষ্টচক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, কর্মবিরতি চলবে।’

Scroll to Top