৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

কবে কখন পড়াশুনো? ঠিক করছে স্কুল

High News Digital Desk:

আপাতত স্কুল পড়ুয়াদের পঠনপাঠনের সময় ঠিক করছে বিদ্যালয় কর্তপক্ষ| ৱুধবারই রাজ্য স্কুল শিক্ষা দফতর একটি নির্দেশিকা জারি করে| তাতে মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়| এরপর দুই শিক্ষা পর্ষদই পঠনপাঠনের সময় নির্ধারণের দায়িত্ব স্কুল-কর্তপক্ষকে নিতে বিজ্ঞপ্তি পাঠায়| সেই অনুযায়ী, স্থানীয় আবহাওয়ার কথা বিবেচনায় রেখে বৃহস্পতিবার থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে পড়াশুনোর সময় ঠিক করা হচ্ছে| এর সোমবার গরমের ছটি শেষ হওয়ার পর, রাজ্যের সব স্কুলে পঠনপাঠন শুরু হয়েছিল| কিন্তু এবার নতন করে প্রবল গ্রীষ্ম প্রলম্বিত হওয়ায়, পড়ুয়াদের স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে, রাজ্য শিক্ষা দফতর ব্যতিক্রমী নির্দেশিকা জারি করে| তবে শিক্ষার্থীদের পড়াশুনো যাতে বিঘ্নিত না হয়, সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে| পঠনপাঠনের সময় সংক্রান্ত এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অধিকাংশ অভিভাবক| তবে শিক্ষক মহলে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া|

Scroll to Top