ক্রমশই অন্ধকার ঘনাচ্ছে উত্তরকাশীর সুড়ঙ্গে| ক্ষীণ হচ্ছে ৪১ শ্রমিকের ঘরে ফেরার আশা| প্রশাসন সূত্রের খবর, সকলেই সুস্থ আছেন ভালো আছেন| উত্তরকাশীর সুড়ঙ্গে ধস নামাপ পর ইতিমধ্যে আটদিন অর্থাত্ ১৭০ ঘন্টা পেরিয়ে গেছে| শ্রমিকদের উদ্ধেগে দিন কাটাচ্ছে| কাঁপা কাঁপা গলায় উদ্ধারকারীদের কাছে শ্রমিকদের আর্জি, তাঁদের যেন দ্রুত উদ্ধার করা হয়| এখনও আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি| তাঁদের উদ্ধার করতে বিকল্প পরিকল্পনার দ্বারস্থ হচ্ছে উদ্ধারকারী দল| এতদিন শ্রমিকগের উদ্ধার করতে সুড়ঙ্গে সামনে থেকে ধ্বংসস্তুপ কেটে ঢোকার চেস্টা করছিলেন উদ্ধারকারীরা| কিন্তু গত সপ্তাহের শুক্রবার আচমকাই তীব্র শব্দ শুনতে পান তাঁরা| কিন্তু সময় যত এগিয়েছে ততই আশঙ্কা আর উদ্ধেগ বাড়ছে শ্রমিক এবং তাঁদের পরিবারগুলির| উত্তরপ্রদেশ থেকে আসা উদ্ধারকারী এক আধিকারিক অরুণকুমার মিশ্র শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করেছিলেন| আধিকারিক জানিয়েছেন, শ্রমিকরা বারংবার জিজ্ঞাসা করছেন কখন তাঁদের উদ্ধার করা হবে| জিটিআই সূত্রের খবর, সুড়ঙ্গের উপরের দিকে কোন জায়গায় খুঁড়লে দ্রুত শ্রমিকদের কাছে পৌছানো যাবে| রবিবা র বিকেল থেকে সেই কাজ শুরু হবে|
