- ওডিআই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে দিল ভারত
জয় দিয়ে এবারের বিশ্বকাপের অভিযান শুরু করল রোহিত শর্মার ভারত। রবিবার এবারের ওডিআই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে দিল ভারত। এই জয়ের মূল নায়ক বিরাট কোহলি ও কে এল রাহুল। তবে পার্শ্বনায়ক অবশ্যই রবীন্দ্র জাদেজা। ভারতের বোলিং বিভাগের পারফরম্যান্স খুব ভালো হয়েছে। জাদেজার পাশাপাশি ভালো বোলিং করলেন কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ। ব্যাটিং বিভাগের পারফরম্যান্স অবশ্য ভালো হয়নি। রোহিত শর্মা, ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার রান করার আগেই আউট হয়ে যান। ২ রানে ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় ভারতীয় দল। বিরাট ১১৬ বলে ৮৫ রান করেন। তাঁর ইনিংস ৬টি চার দিয়ে সাজানো ছিল। কেএল রাহুল ১১৫ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন। তিনি মারলেন ৮টি চার ও ২টি ছক্কা। স্ট্রাইক রেট ৮৪.৩৪। ২০০ রান চেজ করা এই ভারতীয় দলের কাছে জলভাত। তবে দলে ঈশান কিষান ও শ্রেয়স আইয়ারের মতো দায়িত্বজ্ঞানহীন ব্যাটার থাকলে, সেই রান চেজ কতটা কঠিন হয়ে যেতে পারে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। এরমধ্যে রোহিত দ্রুত ফিরে গেলে তো আসমুদ্র হিমাচলের রক্তচাপ তো বাড়বেই। আর সেটাই হল। ভারতের ইনিংস সবে শুরু হয়েছে। মিচেল স্টার্কের অনেক বাইরে যাওয়া ডেলিভারিকে মারতে গিয়ে স্লিপে ক্যাচ দিলেন ঈশান। শুভমান গিল ডেঙ্গুতে আক্রান্ত। ঈশান এতবড় সুযোগ পেলেও দায়িত্ব পালনে একেবারে ব্যর্থ। এখানেই শেষ নয়। দ্বিতীয় ওভারের তৃতীয় ও শেষ বলে ভারতের ড্রেসিংরুমকে এবার কাঁপিয়ে দিলেন জশ হ্যাজেলউড। কোনও রান না করেই তাঁর ইনকামিং ডেলিভারিতে লেগ বিফোর হলেন ভারত অধিনায়ক। শ্রেয়স, তাঁর সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। ২ রানে ২ উইকেট চলে গিয়েছে। ঠিক এমন সময় ক্রিজে এলেন শ্রেয়স। বিন্দুমাত্র ধৈর্য দেখালেন না। আগুনে বোলিং করা হ্যাজেলউডকে কভারের উপর দিয়ে মারতে গিয়ে ওয়ার্নারের হাতে লোপ্পা ক্যাচ তুলে দিয়ে ফিরলেন। মাত্র ২ রানে ৩ উইকেট হারিয়ে তখন শুধু রাহুল দ্রাবিড় নন, গোটা দেশ চাপে পড়ে গিয়েছিল। কারণ তিন ব্যাটারই যে তাঁদের নামের পাশে ‘শূন্য’ নিয়ে দলকে সমস্যায় ফেলে দিয়েছিলেন। তবুও চাপের মুখে চুপসে না গিয়ে বিরাট-কেএল রাহুল সাজঘরে হাসি ফোটালেন।