৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

এবারও অনুব্রত মন্ডলকে পুজো কাটাতে হবে তিহাড় জেলেই| গরু পাচার মামলায় বীরভম জেলা তণমূল সভাপতির জেল হেফাজতের সময়সীমা বাড়লো|

High News Digital Desk:

এবারও অনুব্রত মন্ডলকে পুজো কাটাতে হবে তিহাড় জেলেই| গরু পাচার মামলায় বীরভম জেলা তণমূল সভাপতির জেল হেফাজতের সময়সীমা বাড়লো|

এবারও অনুব্রত মন্ডলকে পুজো কাটাতে হবে তিহাড় জেলেই| আগামী ৩০ শে অক্টোবর পর‌্যন্ত দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ অনুযায়ী জেলেই থাকতে হবে অনুব্রতকে| গরু পাচার মামলায় বীরভম জেলা তণমূল সভাপতির জেল হেফাজতের সময়সীমা বাড়লো| উল্লেখ্য, গত বছরের জন্মাস্টমীর দিন গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই| পরে তাঁকে আসানসোল জেলে পাঠানো হয়| জেলবন্দি অবস্থাতেই ইডি-র হাতে গ্রেফতার হয় বীরভমের কেস্ট| গরু পাচারের টাকা কী ভাবে হাতবদল, কীভাবেই বা কালো টাকা সাদা করা হয়েছে সেটা প্রমাণ করাই সিবিআইয়ের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ| গরু পাচার তদন্তে আরও তথ্য প্রমাণ বার করতে বীরভমে ঘুরছেন তদন্তকারীরা| গরু পাচারের তদন্ত যত এগোচ্ছ তত নিত্য নতন তথ্য সামনে আসছে| আরও অনেক তথ্য জোগাড় করতে মরিয়া তদন্তকারীরা| তণমূলের বীরভমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল গ্রেফতার করার পর একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁদের ঘনিষ্ঠ লোকেদের| সিবিআই সূত্রের খবর, যাদের জিজ্ঞাসা করা হয়েছে তাঁদের কাছ থেকে কিছ তথ্য সামনে উঠে এসেছে| সিবিআইয়ের দাবি, প্রত্যেকের সঙ্গেই অনুব্রতর যোগাযোগ রয়েছে| কেষ্টর মেয়ে সুকন্যার সংস্থা এ এন এম অ্যাগ্রোকেমের ডিরেক্টর বিদু্যত্বরণ গায়েন| বিদু্যত্য়ের নামে একাধিক সম্পতির হদিশ মিলেছে| আবার চালকল মালিক রাজীব অনুব্রত স্ত্রীর চিকিত্সার জন্য বিপুল পরিমাণ টাকা খরচ করেছেন| তাছাড়াও শান্তিনিকেতম মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় কেষ্ট ঘনিষ্ঠ বলেও পরিচিত| সিবিআইয়ের দাবি, মলয়ের কলেজে বিনিয়োগ করা হয়েছে সুকন্যার ভোলে ব্যোম রাইস মিলের টাকা| তদন্ত যত এগোচ্ছে উঠে আসছে পরের পর তথ্য| দুর্নীতির শিকড়ের খোঁজে কেষ্টভমের মাটি কামড়ে পড়ে সিবিআই| এছাড়াও কোথা থেকে এত টাকা এসেছে সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা|

Scroll to Top