৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

এবার কী করবে নাকতলা উদয়ন সংঘ ?

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  এবার সামনে আরও একটা পুজো। বেশি হাতে সময় নেই। সব ক্লাবেরই প্রায় খুঁটি পুজো হয়ে গিয়েছে। প্যান্ডেলের বাঁশও পড়ে গিয়েছে। ধাপে ধাপে সেজে উঠবে মণ্ডপ। ফুটে উঠবে থিম। কিন্তু এবার কী করবে নাকতলা উদয়ন সংঘ? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।গত ১১ বছর ধরে যে পুজোর উদ্বোধন করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বার তাঁকে বার দু’য়েক ইমেল পাঠিয়ে সাড়া মেলেনি। তাই এ বার উদ্বোধনে অন্য বৈচিত্র্য আনা হয়েছে বলে জানালেন সংঘের সাধারণ সম্পাদক অঞ্জন দাস। খেটে খাওয়া বিভিন্ন পেশার মানুষই এবার নাকতলা উদয়ন সংঘের পুজো উদ্বোধন করবেন বলে জানালেন তিনি। গতবছর পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে কেমন একটা অস্বস্তিতে ভুগছেন সকলে। নাকতলার পুজো মানেই বাঁকা চোখে দেখা হচ্ছে। গতবার পুজো হলেও তেমন হুল্লোড় কিন্তু চোখে পড়েনি নাকতলা উদয়নে। রাশি রাশি প্রশ্ন নিয়ে মানুষ হাজির হয়েছিলেন মণ্ডপে। পুজো দেখার চেয়ে বেশি কৌতুহল ছিল পার্থ-অর্পিতার রসায়ন নিয়ে। এবার এই ক্লাবের সঙ্গে যুক্ত হল রাজ্যের আরেক মন্ত্রীর নাম। অরূপ বিশ্বাসকে ক্লাবের মুখ্য উপদেষ্টা করল নাকতলা উদয়ন সংঘ।নাকতলা উদয়ন সংঘের কর্মকর্তারা জানিয়েছিলেন, তাঁর অনুপস্থিতিতে পুজোর জৌলুসে কোনও ভাটা পড়বে না। আর এবারও প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ছাড়াই এই পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। সোমবার ধুমধাম করে হয়ে গেল খুঁটিপুজো।

Scroll to Top