নিজস্ব সংবাদদাতা : একুশে জুলাইয়ের সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রীকেই নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একদিকে যেমন চব্বিশে দিল্লিতে পরিবর্তনের লক্ষ্যে সুর চড়ান ইন্ডিয়ার হয়ে, ঠিক তেমনই মণিপুরে হিংসা নিয়েও তীব্র আক্রমণে বিঁধলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। বাংলায় বন্ধ একশো দিনের কাজ টাকা। থমকে দিন আনা দিন খাওয়া পরিবারের সদস্যদের রোজগার। কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার রাজ্যের শাসকশিবির। অভিষেকের দেওয়া তথ্য অনুসারে, রাজ্যে এখনও পর্যন্ত বকেয়া একশো দিনের টাকা ১ লক্ষ ১৫ হাজার কোটি। প্রাপ্য আদায়ে দিল্লিতে যাওয়ার ডাক দিয়েছেন অভিষেক। মমতা ঘোষণা করলেন, “একটা কর্মসূচি আমরা আগামী দিন নেব। মমতা বলেন, ‘পর পর ৫ বার প্রথম হওয়ায় একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। গরিব খেটে খাওয়া মানুষদের ৭০০০ কোটি টাকা দেওয়া হয়নি। ওদিকে কোটি টাকা দিয়ে গিফট কিনে দেওয়া হচ্ছে। বাংলায় একশো দিনের কাজ। বাংলার সরকারের টাকায় হবে। প্রোগ্রামটার নাম দেব ‘খেলা হবে’। গরিব মানুষ যাতে কাজ পায়, তা মাথায় রেখেই এই কর্মসূচি। ”তৃণমূল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের তরফে মণিপুরের মানুষের পাশে থাকার বার্তা দিয়ে মমতা তোপ দাগেন, ‘বেটি বাঁচাও স্লোগান দিয়ে বেটিকে জ্বালানো হচ্ছে। মণিপুর জ্বলছে, সারা দেশ জ্বলছে। মহিলাদের ইজ্জত লুঠ করা হচ্ছে।’ হুঁশিয়ারি দেন, ‘ মহিলাদের ইজ্জত নিয়ে ছেলেখেলা করলে আগামী নির্বাচনে মহিলারাই আপনাদের ছুঁড়ে ফেলবে।
