৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

এএফসি চ্যাম্পিয়নস লিগ: শেষ আট নিশ্চিত করল আল নাসর, রোনাল্ডো পেলেন গোল

High News Digital Desk:

শেষ ষোলোর দ্বিতীয় লেগে সোমবার রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে শেষ আট নিশ্চিত করল আল নাসর। ইরানের ক্লাব এস্তেঘলাল এফসির বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেয়েছে তারা। প্রথম লেগ ছিল গোলশূন্য। দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে জিতে শেষ ৮ নিশ্চিত করেছে সৌদি ক্লাব আল নাসর। এদিকে এস্তেঘলালের বিপক্ষে গোল করে এক মাইলফলক স্পর্শ করেছেন রোনাল্ডো।

প্রথম লেগে হোঁচট খাওয়ার পর দ্বিতীয় লেগে এস্তেঘলালের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়াল আল নাসর। ম্যাচের ৯ মিনিটেই এস্তেঘলাল গোলরক্ষকের ভুলে নাসরকে এগিয়ে দেন জন ডুরান। এএফসি চ্যাম্পিয়নস লিগে এটি তার প্রথম গোল। নাসরের দ্বিতীয় গোলটি আসে ২৭ মিনিটে রোনাল্ডোর পা থেকে। পেনাল্টি থেকে গোল করে ৯২৭তম গোলটি করেন রোনাল্ডো।

দ্বিতীয়ার্ধে ম্যাচ শেষ হওয়ার ৬ মিনিট আগে শেষ গোলটিও করেন জন ডুরান। এঞ্জেলোর পাস থেকে এএফসি চ্যাম্পিয়নস লিগে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

Scroll to Top