- এএফসি কাপে ওড়িশা এফসি-কে ৪-০ উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট
এএফসি কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ওড়িশা এফসি-কে ৪-০ উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিটি গোলই হল দ্বিতীয়ার্ধে। ৪২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ওড়িশা এফসি-র ডিফেন্ডার মোর্তাদা ফল। এর ফলে বাকি সময়টা ১০ জনে খেলতে হয় ওড়িশাকে। এরই সুযোগ নিয়ে বড় ব্যবধানে জয় তুলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। জোড়া গোল করলেন সবুজ-মেরুনের অস্ট্রেলিয়ান স্ট্রাইকার দিমিত্রিওস পেট্রাটস। গোল পেলেন সাহাল আবদুল সামাদ, লিস্টন কোলাসো। এই ম্যাচের শুরু থেকেই দাপট ছিল মোহনবাগান সুপার জায়ান্টের। কিন্তু একাধিক সুযোগ নষ্ট হওয়ায় প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই প্রথম গোল করেন সাহাল। ৬৭ মিনিটে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন পেট্রাটস। ৭৯ মিনিটে ব্যবধান বাড়ান লিস্টন। ৮২ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন পেট্রাটস।