৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগার পরিদর্শন করে ক্ষোভ উগরে দিলো বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  ১০ই আগস্ট, কোচবিহার : উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগার পরিদর্শনে গিয়ে ক্ষোভ উগরে দিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জন দে। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বিধানসভায় গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে প্রশ্ন করেছিলেন কোচবিহারের রাজ আমলের গ্রন্থাগারের বর্তমান বেহাল দশা নিয়ে। প্রত্যুত্তরে গ্রন্থাগার মন্ত্রী বিধায়ককে বলেন আপনি অসত্য পরিবেশন করছেন, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগারের অবস্থা বেশ ভালোই আছে। সেই কারণেই বৃহস্পতিবার আচমকা বিজেপি বিধায়ক উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগার পরিদর্শনে যান এবং খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত ২০০-৩০০ বছরের প্রাচীন পুঁথি দস্তাবেজ দেখেন। দেখার পর তিনি নিজের ক্ষোভ উগরে দেন সাংবাদিকদের সামনে। তিনি বলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগার রাজ আমলে স্টেট লাইব্রেরী হিসেবে পরিচালিত হতো। বর্তমান এই লাইব্রেরি রাজ্য সরকারের তত্ত্বাবধানে রয়েছে। নামের পূর্বে রাষ্ট্রীয় শব্দটি থাকলেও বর্তমানে এই লাইব্রেরীকে সেই রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হচ্ছে না। এই গ্রন্থাগারে ভোজপত্রে কিংবা তাল পাতায় লেখা বহু প্রাচীন পুঁথি সহ বিদেশ থেকে আনা বহু দুর্লভ গ্রন্থ রয়েছে। যার মূল্য লক্ষ থেকে কোটি টাকা বর্তমান বাজারে। কিন্তু সেই সকল দুর্লভ গ্রন্থের অবস্থা শোচনীয়। আজ থেকে পাঁচ বছর পর সেই সকল এন্টিক পুঁথি ও গ্রন্থের অস্তিত্ব টিকে থাকবে কিনা বলে তিনি সংশয় প্রকাশ করেন। তিনি আরো জানান বিল্ডিংয়ের অবস্থা একেবারেই বেহাল। যত্রতত্র জল পড়ছে। গ্রন্থাগারে কর্মীর অভাব রয়েছে। এমত অবস্থায় এই গ্রন্থাগারের থাকা সকল এন্টিক গ্রন্থ ও পুঁথির সঠিকভাবে সংরক্ষণ নিয়ে আক্ষেপ ও প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে।

Scroll to Top