৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

উড়ানের জন্য প্রস্তুত অ্যাক্সিয়ম-৪, দেশের নজর শুভাংশু শুক্লার দিকে

High News Digital Desk:

আগে একাধিকবার ব্যর্থ হয়েছে চেষ্টা। বুধবার ফের একবার মহাকাশে পাড়ি দেওয়ার চেষ্টা করবেন শুভাংশু শুক্লারা। সবকিছু ঠিক থাকলে ভারতীয় সময় দুপুরে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশে পাড়ি দেবেন তাঁরা। এদিন ভারতীয় সময় বেলা বারোটা বেজে এক মিনিটে পৃথিবী ছেড়ে অন্তরীক্ষে পাড়ি দেবে অ্যাক্সিয়ম-৪। আর সেই অভিযানের শরিক হয়ে নজির গড়তে চলেছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু।

৩৯এ লঞ্চ কমপ্লেক্স থেকে ‘ফ্যালকন ৯’ রকেটের সাহায্যে ‘ড্রাগন’কে মহাকাশে পাঠানো হবে। নাসার ‘অ্যাক্সিয়ম-৪’ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নাসার প্রাক্তন নভশ্চর তথা অ্যাক্সিয়ম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর রেগি হুইটসন। আর পাইলটের ভূমিকায় রয়েছেন লখনউয়ের ছেলে শুভাংশু। চেষ্টা সফল হলে তিনি হবেন দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে পাড়ি দেবেন। এর আগে ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন।

Scroll to Top