কলকাতা : উচ্চ প্রাথমিকে নিয়োগ জট কাটল। ১৪ হাজার ৫২টি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশও দিয়েছে আদালত। এই মেধা তালিকায় যুক্ত করতে হবে প্রথম মেধা তালিকা থেকে বাদ যাওয়া ১ হাজার ৪৬৩ জনকে। আগামী ৪ সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। মেধা তালিকা প্রকাশের পরের ৪ সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করবে এসএসসি, নির্দেশে এমনই জানিয়েছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
২০১৫ সাল থেকে ঝুলে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ। অস্বচ্ছতার অভিযোগে ২০২০ সালের ১১ ডিসেম্বর নিয়োগের প্যানেল বাতিল করেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। ২০২৩ সালে ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদের জন্য ১৩ হাজার ৩৩৪ জনের মেধা তালিকা প্রকাশ করে কমিশন। গতবছরই ৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রথম দফায় ৮ হাজার ৯০০ জনের কাউন্সেলিং হয়। প্রার্থীদের অন্ধকারে রেখে ১,৪৬৩ জনকে প্যানেল থেকে বাদ দেওয়ার অভিযোগ ওঠে এসএসসির বিরুদ্ধে। এরপর মামলা যায় ডিভিশন বেঞ্চে। এতদিন সেখানেই শুনানি চলছিল। গত ১৮ জুলাই শেষ হয় শুনানি। অবশেষে বুধবার রায় দিল ডিভিশন বেঞ্চ। আর তাতেই কাটল জট।
দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে অবস্থান ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। আদালতের রায়ের পর পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ জানিয়েছেন, ‘এই মামলা দীর্ঘদিনের। অনেকদিন ধরে বেঞ্চ বদল হয়ে শুনানি চলেছে। অপেক্ষা করে আমরা রাজপথে বসে। আইনি লড়াই লড়েছি। এই রায়ে কিছুটা হলেও স্বস্তিতে আমরা। আমরা আবেদন করছি, পুজোর আগে যেন রাজ্য সরকার ও কমিশন আমাদের নিয়োগ দেয়।’






