২ কার্তিক ১৪৩২ রবিবার ১৯ অক্টোবর ২০২৫
২ কার্তিক ১৪৩২ রবিবার ১৯ অক্টোবর ২০২৫

ইদের নমাজে উপস্থিত থাকতে পারেননি মুখ্যমন্ত্রী

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা : আজ বৃহস্পতিবার সকালে ইদের নমাজে উপস্থিত থাকতে পারেননি মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ইদ উৎসব পালিত হচ্ছে রাজ্যে। চোটের জন্য নমাজে অংশ নিতে পারেননি তিনি। বৃহস্পতিবার সকালে ফেসবুক পেজে সকলকে ইদ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। কেমন আছেন মমতা ?‌ ১৫ দিন টানা বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই চোট নিয়ে এখন পঞ্চায়েত নির্বাচনের প্রচারে যাওয়াও কার্যত অসম্ভব তৃণমূল সুপ্রিমোর। তাই তিনি ভার্চুয়াল মাধ্যমে দলের কথা মানুষের কাছে পৌঁছে দেবেন বলেই সূত্রের খবর। বুধবার মুখ্যমন্ত্রীর বাড়িতে যায় এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল টিম। চিকিৎসকদের দল মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করেন। দু’ঘণ্টা ধরে চলে ফিজিওথেরাপি। মুখ্যমন্ত্রীকে বাড়িতেই নিয়ন্ত্রিত হাঁটাচলা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

 

 

 

 

 

 

Scroll to Top