৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মসংস্থান

High News Digital Desk:

কাজের সুযোগ দিচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া| এই সংস্থা উচ্চপদে ৫ বছরের ডেপুটেশনে কর্মী নিয়োগ করতে চলেছে| এই কাজে সর্বোচ্চ দেড় লাখ টাকা পর‌্যন্ত হবে বেতন| আবেদনকারীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে| ডাকযোগে নিজেদের আবেদনপত্রের সঙ্গে সমস্ত নথি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদনকারীকে| আবেদন করার শেষ দিন আগামী ২ অগস্ট ২০২৪| ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য|
আধার দফতরের কোন পদে নিয়োগ হতে চলেছে? যোগ্যতাই বা কী? কত বেতন পাবেন? আসুন দেখে নিই|
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ২টি পদে নিয়োগ করছে| এটি স্থায়ী কোনও পদ নয়| সর্বোচ্চ ৫ বছরের ডেপুটেশনের ভিত্তিতে হবে নিয়োগ|
অ্যাকাউন্ট্যান্ট ও প্রাইভেট সেক্রেটারি পদে মোট ২ জন কর্মী নিয়োগ করবে এই সংস্থা| অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য প্রার্থীরা লেভেল ৫ অনুসারে বেতন পাবেন| প্রাইভেট সেক্রেটারি পদের জন্য লেভেল ৮ অনুসারে বেতন দেবে সংস্থা| অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য বেতন ২৯,২০০ টাকা থেকে সর্বোচ্চ ৯২,৩০০ টাকা| প্রাইভেট সেক্রেটারি পদের জন্য বেতন ধার‌্য ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা পর‌্যন্ত|
কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন?
অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য লেভেল ৪ অনুসারে কোনও সরকারি সংস্থায় নূ্যনতম ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে| বাণিজ্য বিভাগে স্নাতক উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক|
প্রাইভেট সেক্রেটারি পদের জন্য সরকারি কোনও সংস্থায় লেভেল ৬ অনুসারে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে|
অফিস ম্যানেজমেন্টের অভিজ্ঞতাও প্রয়োজনীয়| স্টেনোগ্রাফির কাজ জানলে মিলতে পারে অগ্রাধিকার|

Scroll to Top