২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগ: সালাহর জোড়া গোলে রোমাঞ্চকর জয় পেল লিভারপুল

High News Digital Desk:

প্রতিপক্ষের মাঠে রবিবার লিগের ম্যাচে ৩-২ গোলে জিতেছে লিভারপুল। প্রথমে দোমিনিক সোবোসলাইয়ের গোলে এগিয়ে যায় লিভারপুলl পিছিয়ে পড়ার পর আক্রমণের ঢেউ তুলে অ্যাডাম আর্মস্ট্রং ও মাতেউস ফের্নান্দেসের গোলে জয়ের আশা জাগায় সাউথ্যাম্পটন। তবে তাদের সেই আশা গুঁড়িয়ে দেয় সালাহ জোড়া গোল করে। আসরে ৯ ম্যাচ খেলে সালাহর মোট গোল হলো ১৩টি। তিনি ছাড়িয়ে গেলেন ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ডকে।

ম্যাচে প্রায় বেশিরভাগ সময় আক্রমণে আধিপত্য করে লিভারপুল ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রাখে। গোলের জন্য তারা ২৭টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পেরেছে। সাউথ্যাম্পটন সাতটি শট নেয়, যার পাঁচটি ছিল লক্ষ্যে।

এই জয়ে লিগ টেবিলে ৮ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থানে থাকল আর্না স্লটের দল লিভারপুল। ১২ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৩১। দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩। দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩। সমান ২২ পয়েন্ট নিয়ে পরের তিনটি স্থানে চেলসি, আর্সেনাল ও ব্রাইটন।

Scroll to Top