আলিপুর আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা প্রাক্তন মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের:
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। শনিবার সেই কারণে আলিপুর আদালতে গিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একই আদালতে বিবাহবিচ্ছেদ মামলায় হাজির প্রাক্তন মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। আদালতে এসে শোভন চট্টোপাধ্যায় জানতে পারেন আদালতে এসেছেন পার্থবাবু। সেই কথা জানতে পেরেই বাইরে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে অপেক্ষা করতে বলে আদালতের লক-আপের দিকে এগিয়ে যান পার্থ চট্টোপাধ্যায়ের পুরনো সঙ্গী শোভন। এক বছরের বেশি সময় ধরে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। একসময় দুজনই ছিলেন বেহালার বিধায়ক। দীর্ঘদিন ধরেই দুজন দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। একজন ছিলেন মেয়র। অন্যজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। আদালত থেকে বেরিয়ে এসে শোভন চট্টোপাধ্যায় বলেন, বিচার চলছে। উনি পরিস্থিতির শিকার। নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকান। ফলে খুব কাছাকাছি যেতে পারেননি। দূর থেকেই পার্থর স্বাস্থ্যের খোঁজখবর নেন প্রাক্তন মেয়র। তাঁর সঙ্গে পার্থর এই সাক্ষাৎ নিয়ে যে বিতর্ক হতে পারে, তা ভাল ভাবেই জানেন শোভন৷ সম্ভবত সেই কারণেই তিনি বলেন, ‘পয়তাল্লিশ বছরের সম্পর্ক৷ দেখা করাটা যদি অপরাধ হয়, তাহলে দেখা না করাটাও অপরাধ৷’। পার্থ শোভন সাক্ষাৎ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷ তিনি বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে একা গিয়েছেন? না দু’জনে গিয়েছিলেন? নিজেই গেলেন? নাকি কেউ পাঠাল? পাশাপাশি বিধানসভা এলাকা ছিল। দেখা নিয়ে আমার ব্যক্তিগত কৌতুহল আছে৷ বাকি কিছু জানিনা৷’