নয়াদিল্লি : আরজি কর হাসপাতালে চিকিৎসক-তরুণীর নৃশংস খুন-ধর্ষণের ঘটনা নিয়ে দেশের শীর্ষ আদালতে চলছে দ্বিতীয় দিনের শুনানি। এরই মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পক্ষে শীর্ষ আদালতে জানানো হয়েছে, অপরাধ যেখানে ঘটেছিল, সেই স্থান অবিকৃত নেই, যার জেরে অসুবিধায় পড়ছেন তদন্তকারীরা। ভিডিওগ্রাফির যুক্তি দিয়ে সিবিআইয়ের সেই আপত্তি উড়িয়ে দিতে চান রাজ্যের পক্ষে সওয়ালে উপস্থিত বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বল। যদিও সিব্বলের যুক্তি আদালতের মনঃপূত হয়নি বলে জানা যাচ্ছে।
পুলিশের ডাইরিতে ঘটনা এসে যাওয়ার পরও অপরাধের এলাকা ঘিরতে ১৩ ঘণ্টারও বেশি সময় লাগল কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (CJI DY Chandrachud)। পাশাপাশি, ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হওয়া সঞ্জয় রায়ের শারীরিক পরীক্ষা হয়েছে কিনা, তাও জানতে চেয়েছে আদালত।
এদিন রাজ্যের পেশ করা বিবরণ পাঠ করে সুপ্রিম কোর্ট বেশ কিছু অসঙ্গতির কথা উল্লেখ করে। তার মধ্যে অন্যতম, নিহত নির্যাতিতার দেহ পোস্টমর্টেমের ৪ ঘণ্টা পর গোটা ঘটনা আনন্যাচারাল ডেথের কেস হিসেবে ফাইল্ড হয়েছে। এই বিষয়ে প্রশ্ন তোলে শীর্ষ আদালত। সব মিলিয়ে সুপ্রিম কোর্টে আজকের শুনানিতে অনেকটাই বেকায়দায় পশ্চিমবঙ্গ সরকার ও কলকাতা পুলিশ।