ফের পড়ুয়ার মৃত্য ঘিরে চাঞ্চল্য ছড়াল খড়্গপুর আইআইটিতে| সোমবার সকালে হোস্টেলের ছাদে ঝুলন্ত অবস্থায় মৃত ছাত্রীকে দেখতে পায় অন্যান্য পড়ুয়ারা| এরপর খড়্গপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়| জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম দেবিকা পিল্লাই| বিটেকের ৪র্থ বর্ষের পড়ুয়ার এমন পরিণতি কেন, তৈরি হয়েছে রহস্য| দেবিকার বাড়ি কেরালার উত্তর এভতে| কিছদিন আগে দেবিকার বাড়ি যাওয়ার তথ্য সামনে এসেছে| বাড়ি থেকে ফেরার পরই এই ঘটনা| এটা খুন নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ| তবে পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে এই শিক্ষা প্রতিষ্ঠানে আগে অনেকে আত্মহত্যা করেছে| এক্ষেত্রেও তেমনই হয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে|
