৫ কার্তিক ১৪৩২ বুধবার ২২ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২ বুধবার ২২ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সোনা জয় করে বাড়ি ফিরলেন গঙ্গাসাগরের মেয়ে রাজেশ্বরী

High News Digital Desk:

আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সোনা জয় করে বাড়ি ফিরলেন গঙ্গাসাগরের মেয়ে রাজেশ্বরী :

নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সোনা জিতলেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গঙ্গাসাগরের মেয়ে রাজেশ্বরী দাস| ২৮শে জুলাই থেকে কানাডায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব পুলিশ ও ফায়ার গেমস| এখনও পর‌্যন্ত রাজেশ্বরী তিনটি প্রতিযোগিতায় যোগদান করেছেন| ১৮-১৯ বছরের মহিলাদের জন্য হাই-জাম্পে প্রথম স্থান অধিকার করেন তিনি| পাশাপাশি লং-জাম্পে রোজ এবং ট্রিপল চ্যাম্পিয়ন জিতেছেন| বর্তমানে রাজেশ্বরী দিল্লির সিআইএসএফের হেড কনস্টেবল পুলিশ ও ফায়ার দফতরের অধীনে কর্মরত| সাগর ব্লকের সুমতিনগর গ্রামের বাসিন্দা এই তরুণীর বাবা সত্যব্রত দাসের ওষুধের দোকান রয়েছে| তিনি বলেন, ‘খুবই কষ্টের মধ্যে মেয়েকে পড়াশোনা করিয়ে মানুষ করেছি| আমার এক ছেলে ও এক মেয়ে| মেয়ের সাফল্যে আমি খুবই গর্বিত’| অন্যদিকে বাংলার সোনার মেয়ে রাজেশ্বরী দাস বলেন, ‘বাবা চাষ-বাস করে আমাকে পড়াশোনা করিয়েছেন| আমার এই সাফল্যের পিছনে আরও অনেকের অবদান রয়েছে| বিশেষ করে আমার কলকাতার কোচ সুভাষ সরকারের’| রাজেশ্বরী জানালেন, সম্প্রতি তিনি সিআইএসএফের চাকরিতে যোগদান করেন| পরে অল ইন্ডিয়া পুলিশ গেমসে প্রথম হয়ে বিশ্ব পুলিশ অ্যাথেলেটিক্স খেলায় সুযোগ পান| রাজেশ্বরীর কথায়, ‘কিছুদিন আগে চিঠি পেয়েছি| ওড়িশায় সিআইএসএফের এএসআই পদে পদোন্নতির জন্য এক মাসের ট্রেনিংয়ে যেতে হবে| টুর্নামেন্ট শেষ হলে সেখানে যাব’| রাজেশ্বরী ৱুধবার বাড়ি ফেরার পরে রাজনৈতিক নেতা-নেত্রী থেকে এলাকাবাসী, সকলেই সম্বর্ধনা জানানোর জন্য বাড়িতে ভিড় জমিয়েছেন|

Scroll to Top