রাজ্য জুড়েই যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪ তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় শনিবার তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এদিন সকালে বিধানসভার লবিতেই পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রতিকৃতিতে মাল্যদান করেন মন্ত্রী। এরপর আচার্যের প্রতি স্মৃতিচারণ করেছেন তিনি। সংক্ষিপ্ত বক্তব্য অনুযায়ী, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের মতাদর্শ, সুদূরপ্রসারী চিন্তা ভাবনা যে আজও প্রাসঙ্গিক তা বলার অপেক্ষা রাখে না। এছাড়াও বিধানসভার সচিব সৌমেন্দ্রনাথ দাস ও অন্যান্যরা আচার্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। সেইসঙ্গে বিধানসভায় সচিবালয়ের কর্মীবৃন্দরা পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন ।
