৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

High News Digital Desk:

কেরিয়ারে সব ট্রফি পেয়েছেন। আইপিএল বাকি ছিল। অবশেষে সেটাও এল। ১৮তম বছরে আইপিএল জিতলেন কোহলি। স্বপ্নপূরণ হল তাঁর।

মঙ্গলবার ফাইনালে পাঞ্জাব কিংস টস জিতে ব্যাটিং করতে পাঠায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। এদিন ১৯০ রান করে বেঙ্গালুরু। ১৮৪ রানে শেষ হয় পাঞ্জাবের ইনিংস। ৬ রানে এবারের আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু।

উল্লেখ্য, ২০০৮ সালে আইপিএল-এর প্রথম ম্যাচ খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার পর কেটে গিয়েছে ১৭ বছর। বিশ্ব ক্রিকেটের তাবড় প্লেয়ারদের দলে নিলেও কাঙ্খিত সাফল্য আসেনি, ট্রফিটা অধরাই থেকে গিয়েছিল। অধিনায়ক হয়েও যেটা পারেননি বিরাট কোহলি, এবার সেটা অধিনায়কের পাশে থেকে করে দেখালেন তিনি।

Scroll to Top