৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

আইএসএল-এ জয়ে ফিরতে ব্যর্থ ইস্টবেঙ্গল, চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় থেকেও জয় পেল না লাল-হলুদ

High News Digital Desk:
  • আইএসএল-এ জয়ে ফিরতে ব্যর্থ ইস্টবেঙ্গল, চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় থেকেও জয় পেল না লাল-হলুদ

আইএসএল-এ জয়ে ফিরতে ব্যর্থ ইস্টবেঙ্গল। শনিবার অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় থেকেও জয় পেল না লাল-হলুদ। শেষমুহূর্তে গোল হজম করে ড্র করেই মাঠ ছাড়তে হল ইস্টবেঙ্গলকে। এই ম্যাচ ড্র করার ফলে ৬ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৯ নম্বরে লাল-হলুদ। ৭ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে থাকল চেন্নাইয়িন। পরপর পয়েন্ট নষ্ট করে ক্রমশঃ পিছিয়ে পড়ছে ইস্টবঙ্গল। এবারের আইএসএল-এও প্লে-অফের যোগ্যতা অর্জনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত ও সাপোর্ট স্টাফরা চেষ্টা করেও দলের রোগ সারাতে পারছেন না। চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে ছিলেন কলকাতা লিগে ভালো পারফরম্যান্স দেখানো পি ভি বিষ্ণু। তাঁর জন্যই গোল পায় ইস্টবেঙ্গল। ২৯ মিনিটে সল ক্রেসপোর পাস ধরে বাঁ দিকের উইং দিয়ে দৌড় শুরু করেন বিষ্ণু। তাঁর ক্রস বিপদমুক্ত করতে গিয়ে জালে জড়িয়ে দেন আয়ূষ অধিকারী। তাঁর আত্মঘাতী গোলে এগিয়ে যায় লাল-হলুদ। এই গোলই জয়ের জন্য যথেষ্ট মনে হচ্ছিল, কিন্তু স্প্যানিশ ডিফেন্ডার হোসে অ্যান্টনিও পার্দোর ভুলে পয়েন্ট হারাতে হল ইস্টবেঙ্গলকে। ৮৬ মিনিটে নিজেদের অর্ধে থেকে বল বিপদমুক্ত করার চেষ্টার বদলে পায়ে বল রেখে খেলতে গিয়ে বিপক্ষের রাফায়েল ক্রিভেলারোকে উপহার দিয়ে বসেন পার্দো। সেই বল ধরে নিনথইনগানবা মিতেইকে পাস দেন রাফায়েল। গোল করতে ভুল করেননি মিতেই। ফলে ম্যাচ ড্র হয়ে গেল। দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ের শেষদিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন চেন্নাইয়িনের রায়ান এডওয়ার্ডস। কিন্তু বিপক্ষ দলকে ১০ জনে পেয়েও সুবিধা নিতে পারেনি ইস্টবেঙ্গল। শেষমুহূর্তে গোল হজম ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় সমস্যা। আইএসএল-এ কিছুতেই এই সমস্যা দূর করতে পারছে না কার্লেস কুয়াদ্রাতের দল। শনিবারও একই সমস্যা দেখা গেল।

Scroll to Top