৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

অ্যাশেজ সিরিজে ২-০ এগিয়ে গেল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  লর্ডসে অস্ট্রেলিয়া ৪৩ রানে জিতল। এই টেস্ট ম্যাচও হারতে হয়েছে ইংল্যান্ডকে। লর্ডস টেস্ট হারের ফলে ঘরের মাঠে ০-২ তে পিছিয়ে পড়েছে তারা। প্রথম টেস্টে ধরাশায়ী হওয়ার পর দ্বিতীয় টেস্টেও অজিদের কাছে পরাস্ত ইংল্যান্ড বাহিনী। চলতি পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ২-০ এগিয়ে গেল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। ম্যাচের পঞ্চ তথা শেষ দিনে জয়ের জন্য স্টোকসদের প্রয়োজন ছিল ২৫৭ রান। ১১২ বলে ৮৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন বেন ডাকেট। ক্রিজে জাঁকিয়ে বসে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেন ইংলিশ অধিনায়ক স্টোকস। ২১৪ বলে ১৫৫ রানের অধিনায়োকচিত ইনিংস খেলেন তিনি। অন্যান্য ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয় ইংল্যান্ডকে। ৪৩ রানে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। পর পর দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে ইংল্যান্ড। ২১৪ বলে ১৫৫ রানের চ্যাম্পিয়ন ইনিংস খেলেও, স্টোকসকে সেই ট্র্যাজিক নায়ক হয়েই থাকতে হল। স্টোকস ফিরতেই ইংল্যান্ডের লর্ডস জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়।লর্ডস টেস্টে টস হেরে অস্ট্রেলিয়া ব্যাট করেছিল প্রথমে। স্মিথের ঝকঝকে ১১০ রানের ইনিংসে ভর করে কামিন্সরা প্রথম ইনিংসে তুলেছিলেন ৪১৬ রান। অজিদের বড় রানের জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৩২৫ রানে । মিচেল স্টার্ক তুলে নিয়েছিলেন তিন উইকেট। এরপর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে করে ২৭৯ রান। স্টুয়ার্ট ব্রড বল হাতে আগুন জ্বেলেছিলেন। তুলে নিয়েছিলেন চার উইকেট। লর্ডস টেস্ট জয়ের জন্য় ৩৭১ রানের টার্গেট ছিল ইংল্যান্ডের। শেষ তথা পঞ্চম দিনে ইংল্যান্ডের জেতার জন্য প্রয়োজন ছিল ২৫৭ রান। অস্ট্রেলিয়ার দরকার ছিল ৬ উইকেট। পাল্লা অবশ্যই ভারী ছিল অজিদের। কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিলেন স্টোকস। তিনি যখন ফেরেন তখন ইংল্যান্ডের স্কোর সাত উইকেটে ৩০১ রান।  জেতার জন্য তিন উইকেটে আর ৭০ রান দরকার ছিল ইংল্য়ান্ডের। স্টুয়ার্ট ব্রড, অলি রবিনসন ও জোশ টাংরা বৈতরণী পার করাতে পারেননি। আগামী ৬ জুলাই থেকে শুরু হবে তৃতীয় অ্যাশেজ টেস্ট।

Scroll to Top