২২ অগ্রহায়ণ ১৪৩২ সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫
২২ অগ্রহায়ণ ১৪৩২ সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫

অসুস্থ খালেদা জিয়া, হাসপাতালে ভর্তি বিএনপি সভানেত্রী

High News Digital Desk:

ফের অসুস্থ বিএনপি সভানেত্রী খালেদা জিয়া। রবিবার রাতেই তাঁকে ভর্তি করানো হয়েছে ঢাকার এক হাসপাতালে। ৮০ বছর বয়সি খালেদার ফুসফুস এবং হৃদ্‌যন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। তাঁর চিকিৎসার জন্য রাতেই একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। রবিবার রাতে হাসপাতালে ভর্তি করানোর পরে মেডিক্যাল বোর্ড জানায়, প্রথম ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে খালেদাকে।

রবিবার রাতে ঢাকার ওই হাসপাতালের মেডিক্যাল বোর্ডের চিকিৎসক এফএম সিদ্দিকী জানান, প্রথম ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে খালেদাকে। তিনি বলেন, “ওনার (খালেদার) চেস্টে ইনফেকশন হয়েছে। হার্টের সমস্যা আগে থেকেই ছিল। পরবর্তী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানান, হৃদ্‌যন্ত্র এবং ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণেই খালেদাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Scroll to Top