অভিষেকেই ট্রেভিস হেডের শতরান, বিশাল স্কোর অস্ট্রেলিয়ার
পাকিস্তানের আশায় জল ঢেলে দিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া। ধরমশালায় ৪৯.২ ওভারে ৩৮৮ রানে অলআউট হয়ে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই বিশাল স্কোর টপকে নিউজিল্যান্ডের পক্ষে জয় পাওয়া প্রায় অসম্ভব। ফলে পয়েন্ট তালিকায় অবস্থান দৃঢ় করতে চলেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে প্যাট কামিন্সের দলের হারের আশায় ছিল পাকিস্তান শিবির। কিন্তু সেটা হচ্ছে না। ফলে লিগ পর্যায় থেকে পাকিস্তানের বিদায় নেওয়া নিশ্চিত। এই ম্যাচ হারলে কিছুটা চাপে পড়ে যাবে নিউজিল্যান্ডও। কারণ, রান রেটে পিছিয়ে থাকলে টম ল্যাথামরা পয়েন্ট তালিকায় ৪ নম্বরে নেমে যাবেন। ওডিআই বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রেভিস হেড। অভিষেকেই শতরান করলেন তিনি। ৬৭ বলে ১০৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন হেড। তিনি ১০টি বাউন্ডারি ও ৭টি ওভার-বাউন্ডারি মারেন। অপর ওপেনার ডেভিড ওয়ার্নারও ফের অসামান্য ব্যাটিং করেন। এই অভিজ্ঞ ব্যাটার ৬৫ বলে ৮১ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে মিচেল মার্শ করেন ৩৬ রান। স্টিভ স্মিথ (১৮) অবশ্য বড় রান পাননি। মার্নাস লাবুশেনও (১৮) বড় স্কোর করতে ব্যর্থ হন। ফের ব্যাটিংয়ে ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ২৪ বলে ৪১ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ২৮ বলে ৩৮ রান করেন জশ ইলগ্লিস। ১৪ বলে ৩৭ রান করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স। তিনি ২টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। ১ রান করেন মিচেল স্টার্ক। ৩ বল খেলে আউট হয়ে যান অ্যাডাম জাম্পা (০)। ০ রানে অপরাজিত থাকেন জশ হ্যাজেলউড।