- অভিষেকেই অ্যারি বোর্জেসের হ্যাটট্রিক করে ব্রাজিলের বিশাল জয়
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হচ্ছে মেয়েদের বিশ্বকাপ। মহিলাদের বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ৪-০ গোলে বিধ্বস্ত করেছে পানামাকে। প্রথম বার বিশ্বকাপ খেলছে পানামা। অভিষেক ম্যাচ সুখকর হল না। এ বারের টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিকও হল। সেই ম্যাচে অ্যারি বোর্জেস হ্যাটট্রিক করেন। একটি অ্যাসিস্টও করেন তিনি। মেয়েদের ফুটবলে এই নিয়ে নবম বিশ্বকাপ হচ্ছে। প্রতি বারই যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কখনও হারেনি। সেই ধারা বজায় থাকল ব্রাজিলের। ফিফা থেকেও এল বোর্জেসকে নিয়ে আপডেট। জানিয়ে দেওয়া হল তাঁর রেকর্ড। ফিফা বলছে, প্রথম ব্রাজিলীয় হিসেবে (পুরুষ, মহিলা নির্বিশেষে) অভিষেক বিশ্বকাপে হ্যাটট্রিক কারওরই নেই। সেই রেকর্ডই করে বসে রয়েছেন বোর্জেস। প্রথমার্ধেই ব্রাজিলকে ২-০ এগিয়ে দেন অ্যারি বোর্জেস। ম্যাচের ৭০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন। ব্রাজিলের চতুর্থ গোলটি করেন বিয়া জানেরাতো। প্রথম বার বিশ্বকাপ খেলছে পানামা। অভিষেক ম্যাচ সুখকর হল না।