৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

অপরাধীর সর্বোচ্চ শাস্তির পক্ষে সওয়াল নগরপাল বিনীত গোয়েলের

High News Digital Desk:

কলকাতাআরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যর তদন্তে যতই সামনে আসছে নৃশংসতার নজির, বাংলা জুড়ে ততই তীব্র হচ্ছে প্রতিবাদ| দিকে দিকে জুনিয়র চিকিৎসকের কর্মবিরতি| প্রবল চাপের মুখে প্রশাসন| চাপ যে কতটা, তা স্পষ্ট হয়ে গেল কলকাতার নগরপাল বিনীত গোয়েলের সাংবাদিক বৈঠকে| আজ সেই বৈঠকে যথেষ্ট অস্বস্তি লক্ষ করা গেল তাঁর চেহারায়| তারই মধ্যে বিনীত গোয়েল জানিয়েছেন, রাতভর তদন্ত চলেছে| ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে অপরাধের তথ্যপ্রমাণ| খতিয়ে দেখা হচ্ছে সংগৃহীত সিসিটিভি ফুটেজ| একজনকে গ্রেফতার করা হয়েছে| তাকে শনিবারই আদালতে তোলা হবে| নগরপাল বলেন, আরজি করের ঘটনায় আমরা দুঃখিত, যন্ত্রণাক্লিষ্ট | আমরা মৃত তরুণীর পরিবারের পাশে আছি| আমাদের দিক থেকে যতদূর যা করার, তা করব| বিনীত গোয়েল সাংবাদিকদের আরও জানিয়েছেন, আরজি করের ঘটনায় অত্যন্ত স্বচ্ছ তদন্ত হচ্ছে| তা সত্ত্বেও মৃত তরুণীর পরিবার চাইলে, অন্য কোনও এজেন্সি দিয়ে তদন্তেও আমাদের আপত্তি নেই| সাংবাদিকের প্রশ্নের উত্তরে নগরপাল জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া প্রমাণসামগ্রী ও সাক্ষ্যের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে| অভিযুক্তের সিভিক ভলান্টিয়ার পরিচয় উড়িয়ে বিনীত গোয়েল বলেন, আমাদের কাছে সে একজন চরম শাস্তির যোগ্য অপরাধী| আমরা তার সর্বোচ্চ শাস্তি দেখতে চাই| তবে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে| আরও সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখে তদন্ত এগোবে| আরজি করের ঘটনায় চিকিৎসককে যে যৌন নির্যাতন করা হয়েছিল, তদন্তে তার ইঙ্গিত মিলেছে বলেও জানিয়েছেন নগরপাল|

Scroll to Top