৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

অটিজম আক্রান্ত যুবককে মারধর করার অভিযোগ উঠল

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা : খাস কলকাতায় অটিজম আক্রান্ত যুবককে মারধর করার অভিযোগ উঠল। সন্ধেয়বেলা চেতলার সেন্ট্রাল রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন বছর বাইশের ওই যুবক। সঙ্গে আর কেউ ছিল না। রাসবিহারীর কাছে তাঁর পথ আটকায় চার তরুণ। তাঁকে নাচতে বলে ওই চারজন। আপত্তি করলে তাঁকে রাস্তায় ফেলে মারধরও করা হয় বলে অভিযোগ। টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাড়ির সদস্যরা। এই ঘটনাটি ঘটেছে রাসবিহারী মোড়ে। ওই আক্রান্ত যুবক টালিগঞ্জের এমআর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন। ওই তরুণের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। সোমবার সকালে নিগৃহীতের বাড়িতে যান টালিগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা। সোমবার সকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি টালিগঞ্জ থানার পুলিশ বলে খবর। আক্রান্ত যুবক পশ্চিমবঙ্গ অটিজম সোসাইটিতে কর্মরত। কিন্তু যখন ওই যুবককে মারধর করা হচ্ছে তখন কেউ এগিয়ে আসেননি সাহায্য করতে। অটিজম সোসাইটি চেয়ারম্যান ইন্দ্রানী বসু বলেন, ‘এটা খুবই দুঃখের। এই ছেলেটি কত এগিয়েছে। ও গ্র্যাজুয়েশন করেছে এখন চাকরির দিকে এগোচ্ছে। এটা শুধু শারীরিক আঘাত নয়, এতে ডিপ্রেশন বাড়ে’।  উল্লেখ্য, এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার হেনস্তার শিকার হন ওই তরুণ। বারবার নিগ্রহের জেরে মানসিকভাবে বেশ খানিকটা ভেঙে পড়েছেন তিনি।

Scroll to Top