২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল, হতাহতের খবর নেই

High News Digital Desk:

ফের শহর কলকাতায় আগুন। পার্ক স্ট্রিট, অ্যাক্রোপলিস মল, বড় বাজারের মেহতা বিল্ডিংয়ের পর, এবার ধাপা মাঠপুকুরে অগ্নিকাণ্ড।

বেলা ১১টা ২৫ নাগাদ ধাপা মাঠপুকুরের সায়রাবাদ এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। জানা যায়, মবিল কারখানার গুদামে আগুন লেগেছে। এই নিয়ে স্থানীয়দের মধ্যে ছড়ায় তীব্র আতঙ্ক। আগুন লাগা গুদামের ভিতর থেকে বিকট আওয়াজ শুনতে পান উপস্থিত মানুষ। তাতে আতঙ্ক আরও বাড়ে। মবিলের গুদাম হওয়ায় অচিরেই আগুন ভয়াবহ রূপ নেবে, এমনই আশঙ্কা।

ধাপা মাঠপুকুরের ওই দুর্ঘটনাস্থল মোটেই ফাঁকা এলাকা নয়। আশপাশে বসতবাড়ির আধিক্য চিন্তায় ফেলেছে প্রশাসনকে। যেকোনও মুহূর্তে আগুন আরও ব্যাপক জায়গা দখলে নিয়ে নিতে পারে।

তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। এলাকা সংকীর্ণ হওয়ায় বেশ সমস্যার মধ্যে পড়েছে তারা। তারই মধ্যে চলছে নির্বাপণের চেষ্টা। ক্রমাগত বাড়ছে ইঞ্জিনের সংখ্যা। আগুন লাগা গুদামের নিকটবর্তী এলাকা থেকে ভিড় হঠিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রাণহানি আটকানো আপাতত প্রধান উদ্দেশ্য দমকলের। তবে ঝিরঝিরে বৃষ্টিতে আগুন নিয়ন্ত্রণে আনতে সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কীভাবে মবিলের গুদামে আগুন লাগল, তা এখনও নিশ্চিত করতে পারেনি দমকল। মবিলের গুদামে অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না বলে এরই মধ্যে অভিযোগ উঠতে শুরু করেছে।

Scroll to Top