২৭ কার্তিক ১৪৩২ বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫
২৭ কার্তিক ১৪৩২ বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫

অচলাবস্থার অবসান ঘটাতে বিলে স্বাক্ষর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

High News Digital Desk:

আমেরিকার দীর্ঘতম অচলাবস্থার অবসান ঘটাতে বিলে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা সরকারে শাটডাউন অবসানে বিল পাস হয়েছে। স্থানীয় সময় বুধবার (১২ নভেম্বর) রাতে প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) বিলটি পাস হয়। এর আগে বিলটি সিনেটে পাস হয়। এতে এবার প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করলেন।

এই বিলে স্বাক্ষর করার পর ট্রাম্প বলেন, আমি শুধু আপনাদের বলতে চাই, দেশ এর চেয়ে ভালো অবস্থায় আগে কখনও ছিল না। ডেমোক্র্যাটদের সঙ্গে আমরা এই স্বল্পমেয়াদী বিপর্যয়ের মধ্য দিয়ে গিয়েছিলাম, কারণ তারা ভেবেছিল এটি রাজনৈতিকভাবে ভালো হবে এবং এখন এই অবিশ্বাস্য বিলটিতে স্বাক্ষর করা এবং আমাদের দেশকে আবার কাজ ফিরিয়ে আনা সম্মানের বিষয়।

উল্লেখ্য, ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী দল ডেমোক্রেটিক দ্বন্দ্বে আমেরিকা সরকারি ব্যয় সংক্রান্ত বিল অনুমোদন না পাওয়ায় গত মাসের ১ অক্টোবর থেকে শুরু এই শাটডাউন। এর ফলে প্রায় ৭ লক্ষ ৩০ হাজার কর্মীর বেতন বন্ধ হয়ে যায়। বেতন ছাড়াই ছুটিতে যেতে বাধ্য হন আরও ৬ লাখ ৭০ হাজার কর্মী। চাকরি হারিয়ে বেকার হয়ে পথে নামেন অনেক মার্কিন। স্থবির হয়ে পড়ে ব‍্যবসা বাণিজ্য। অবশেষে অচলাবস্থার অবসান ঘটাতে বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প।

Scroll to Top